মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ ৭ চৈত্র ১৪২৯

সোনারগাঁয়ে ডে-নাইট ক্রিকেট ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত
সুমন মিয়া, নারায়ণগঞ্জ (উত্তর):
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৬:৩৬ পিএম আপডেট: ১৮.০৩.২০২৩ ৭:৩১ পিএম | অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে ডে-নাইট ক্রিকেট ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ডে-নাইট ক্রিকেট ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত

'কলম ধরো জীবন গড়ো, মাদক ছাড়ো খেলা ধরো' এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পশ্চিম সনমান্দি যুব জনকল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট ক্রিকেট ম্যাচ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) দুপুরে সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নের পশ্চিম সনমান্দি মালেক মেম্বার স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

ফাইনাল ম্যাচটি পশ্চিম সনমান্দি নাইট রাইডার্স বনাম পূর্ব সনমান্দী জব্বর একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। 

খেলায় পশ্চিম সনমান্দি নাইট রাইডার্স দল পূর্ব সনমান্দী জব্বর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মনিরুজ্জামান মনির নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি দৈনিক কালেরকণ্ঠ ৷ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা মো: জহিরুল ইসলাম খোকন ৷

বিবি আছিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মো: মনির হোসেনের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন জনাব মোহাম্মদ আলী সভাপতি, সনমান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগ।

অনুষ্ঠানে ফাইনাল খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন- ফয়সাল আহম্মেদ, রাসেল আহম্মেদ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

স্বদেশপ্রতিদিন/এমএস 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।