মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ ৭ চৈত্র ১৪২৯

কুমিল্লা মেডিকেল কলেজে প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠিত
রফিকুল ইসলাম কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৫:৫৯ পিএম | অনলাইন সংস্করণ

কুমিল্লা মেডিকেল কলেজে প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠিত

কুমিল্লা মেডিকেল কলেজে প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠিত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন- কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. বাহাউদ্দীন বাহার। 

বিশেষ অতিথি ছিলেন- বিএমএ ও স্বাচিপ কুমিল্লার সভাপতি ডাক্তার আব্দুল বাকী আনিস।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল অধ্যাপক ডা. মো: মোস্তফা কামাল আজাদ। হাসপাতাল পরিচালক ডাক্তার মো: আজিজুর রহমান সিসকী।

এছাড়াও সন্মানিত অতিথি ছিলেন- সবেক সাধারণ সম্পাদক বিএমএ কুমিল্লার ডাক্তার আতাউর রহমান জসিম।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক ডা: ইজাজুল হকসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন স্থানে কর্মরত প্রাক্তন ছাত্রছাত্রীদের আলোচনায় বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ মূলক আলোচনা তুলে ধরা হয়। প্রধান অতিথি মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও ক্রেস্ট তোলে দেন। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মধ্যাহ্ন ভোজন করা হয়।

কলেজ অধ্যাপক ডাক্তার মো: মোস্তফা কামাল আজাদ বলেন, সরকারি হোস্টেল থাকতে হলে নিয়মিত ক্লাসে আসতে হবে, কোন প্রকার মাদকের সাথে কেউ জড়িত থাকলে তাকে বহিষ্কার করা হবে বলে জানান তিনি।

প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলনমেলা অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি বাহার বলেন, কুমিল্লা মেডিকেল কলেজকে বিভাগীয় বিশ্ববিদ্যালয় কলেজ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শ্রদ্ধেয় আপা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন প্রতিটি বিভাগীয় স্থানে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে। দেশের মানুষের স্বাস্থ্যসেবার জন্য প্রতিটি হাসপাতালকে উন্নতি চিকিৎসা সেবার লক্ষ্যে মেডিকেল ছাত্রছাত্রীদের পড়াশোনায় ভালো হতে হবে এবং দেশের মানুষের সেবা দিতে হবে।

স্বদেশপ্রতিদিন/এমএস 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।