বই পড়ার মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে: জেলা প্রশাসক
মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর
|
![]() বই পড়ার মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে: জেলা প্রশাসক শনিবার (১৮ মার্চ) শুরু হওয়া এ মেলায় বিভিন্ন লেখক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বদের উপস্থিতি এবং হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতি তুলে ধরায় মেলার আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে। অনুষ্ঠানে কেক কেটে মেলার উদ্বোধন করে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, বই পড়ার মাধ্যমেই একটি সুস্থধারার জাতি এবং স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। সেই সাথে বিলুপ্ত প্রায় ঐতিহ্য ফিরে এলে নতুন প্রজন্ম আদর্শ জাতি হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানে বহুল আলোচিত প্রতীকী বঙ্গবন্ধুর বায়োস্কোপ প্রদর্শন করা হয়। নানা প্রকার আয়োজন এবং চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ভাই মাসুদ বাবুর উদ্যোগে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা অভিনীত নাটক ‘‘রক্তে রঞ্জিত স্বাধীনতা’’কে ঘিরে স্টেডিয়াম প্রাঙ্গন ছিল উৎসবমুখর পরিবেশ। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ডাঃ কাজী আব ইউসুফ স্টেডিয়াম চত্বরে বসেছে বাঙ্গালীর প্রাণের স্পন্দন বইমেলা। নতুন প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক সম্পন্ন করে গড়ে তোলার প্রত্যাশায় চলছে এ আয়োজন। মেলাকে ঘিরে শিশু-কিশোর, শিক্ষার্থীসহ নানা বয়সী এবং লেখক ও গুনীজনদের মিলনমেলায় পরিণত হয়। বিকেল হলেই মেলা প্রাঙ্গন নানা বয়সীদের ভীড়ে মুখরিত হয়ে উঠছে। এতে নানা বয়সী আর বই পীপাসুদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন স্টেডিয়াম চত্বর। মেলায় বসা বইয়ের স্টল এবং ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা নাটকের মঞ্চায়ন দেখতে অন্যতম অতিথি হয়ে হাজির হয়েছেন নাট্য ব্যক্তিত্ব ফজলুর রহমান বাবু। উঠতি বয়সের শিশু-কিশোররা গুণী এ অভিনেতার সাথে সেলফি তুলতে হুমড়ি খেয়ে পড়ে। এছাড়া প্রদর্শন করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কালচারাল সেন্টারের আয়োজনে ঐতিহ্যবাহী পুতুল নাচ। হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় এ গ্রামীণ পুতুল নাচ দেখতে পেয়ে দর্শক-শ্রোতারা বিমোহিত। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের লেখা বই ‘উদ্ভট কাণ্ডকারখানা’’বইয়ের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক। মেলা প্রাঙ্গনে বিশিষ্ঠ লেখক ও সংগীত শিল্পী জাহিদ হাসানের লেখা বই কিনতে এবং অটোগ্রাফ নিতে তরুণ-তরুণীরা স্টলের সামনে ভীড় করে। ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হায়দার হোসেনের সার্বিক তত্তাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, নির্বাহী অফিসার আজিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, বীর মুক্তিযোদ্বা মাহবুব হোসেন মোতালেব, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রাণী কুণ্ডসহ সংশ্লিষ্টরা। স্বদেশপ্রতিদিন/এমএস |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |