চিকিৎসকদের নিয়ে বিজ্ঞান জাদুঘরে সেমিনার
স্বদেশ ডেস্ক:
|
![]() চিকিৎসকদের নিয়ে বিজ্ঞান জাদুঘরে সেমিনার এ উপলক্ষ্যে চিকিৎসকদের জন্য ‘সুশাসন: বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এ সেমিনারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, চিকিৎসা পেশা অত্যন্ত মহৎ, এখানে সততার বিকল্প নেই। মানুষের সেবা করা অত্যন্ত মহৎ কাজ যা অন্য পেশার সাথে তুলনীয় নয়। চিকিৎসা প্রশাসনের বিভিন্ন দপ্তরে যেসব অনিয়ম বা হয়রানী ঘটে, দুর্নীতি ও হয়রানী প্রতিরোধে তরুণ চিকিৎসকদের বলিষ্ঠতা নিয়ে এগিয়ে আসতে হবে। ঔষধ কোম্পানীর নিকট হতে উপহার সামগ্রী গ্রহণ করা যাবে না, এটা কঠোরভাবে পরিত্যাজ্য, দুর্নীতি কঠোরভাবে পরিত্যাগ করে সুশাসনের আবরণে মাঠ পর্যায়ের অফিসগুলোকে সাজাতে হবে। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে প্রশিক্ষণরত চিকিৎসকদের জন্য বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করা হয়। সেমিনারে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড. মনজুর হোসেন এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির পরিচালক (গবেষণা ও প্রকাশনা) ড. মো: নুরুজ্জামান। স্বদেশপ্রতিদিন/এমএস
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |