গফরগাঁওয়ে দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
|
![]() গফরগাঁওয়ে দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা এসময় মুছলেহ উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি ফাইজুস সালেহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবিদুর রহমান, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই বই মেলার আয়োজন করা হয়েছে। এই আয়োজন আগামী দিনেও অব্যাহত থাকবে। স্মার্ট নাগরিক হতে হলে সকলকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই মেলার আহবায়ক মোহাম্মদ সাদেকুর রহমান জানান, মুছলেহ উদ্দিন ফাউন্ডেশন প্রতি বছর বঙ্গবন্ধু বই মেলার আয়োজন করে। এটি আমাদের তৃতীয় বারের মত আয়োজন। এবারের মেলায় প্রায় ২৫ টি স্টলে বিভিন্ন প্রকাশনী অংশ নেয়। মেলার প্রতিটি স্টলে ৫০% মূল্য ছাড়ে বই বিক্রি হচ্ছে। ২২ জন শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পরে মেলায় সাংস্কৃতিক কর্মীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। স্বদেশপ্রতিদিন/এমএস
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |