পটুয়াখালীতে ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সাধারণ সভা
রাজিব হোসেন সুজন, পটুয়াখালী:
|
![]() পটুয়াখালীতে ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সাধারণ সভা পটুয়াখালী জেলা ডেইরি ফার্মারস এসোসিয়েশনের সভাপতি মো. কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পটুয়াখালী জেলার খামারিরা তাদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। পটুয়াখালী জেলা ডেইরি ফার্মাস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ তার বক্তব্যে বলেন, গবাদি পশুর দানাদার খাবার বিশেষ করে করে গমের ভুষি, সয়ামিল, ভুট্টার গুড়ার দাম গত কয়েক বছরে অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই অনুপাতে দুধের দাম বৃদ্ধি পায়নি। বর্তমানে পটুয়াখালীর পাইকারি বাজারে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে দুধ বিক্রি করতে হচ্ছে। যেখানে একজন খামারিকে প্রতি কেজি দুধ উৎপাদন করতে কমপক্ষে ৬০ টাকা খরচ হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলা প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করা হয়। সাধারণ সভায় পটুয়াখালী সদর উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাছিরসহ শতাধিক খামারিরা উপস্থিত ছিলেন। এসময় গবাদি পশু খাদ্যের ঊর্ধ্বগতি এবং দুধের দামের নিম্ন গতি সম্পর্কে সকলের মতামত তুলে ধরেন খামারিরা। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজে বের করার বিষয়ে স্থানীয় খামারিয়া মতামত ও দাবি পেশ করে তা উপস্থাপন করা হয়। স্বদেশপ্রতিদিন/এমএস
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |