শুরুতেই ফিরলেন তামিম
স্পোর্টস ডেস্ক
|
![]()
দলীয় ১৫ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। মার্ক অ্যাডায়ারের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে চেয়েছিলেন তামিম। তবে সুইং করে বেরিয়ে যাওয়ায় মাঝ ব্যাটে খেলতে পারেননি তিনি। বাইরের কানায় লেগে ক্যাচ যায় স্লিপে। সঙ্গে সঙ্গে সেই বল তালুবন্ধি করেন পল স্টার্লিং। ফলে ৩ রান করে ড্রেসিং রুমের পথ ধরতে হয় বাংলাদেশ অধিনায়কের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২.৩ ওভার শেষে এক উইকেট হারিয়ে ১৫ রান। এর আগে আইরিশদের বিপক্ষে আজকের ম্যাচে একাদশে জায়গা হয়নি মিরাজের। গতকাল অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে চোখে ব্যথা পেয়েছিলেন তিনি। আর আজকের ম্যাচে অভিষেক হচ্ছে তাওহীদ হৃদয়ের। বাংলাদেশ একাদশ তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, ইয়াসির আলি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, নাসুম আহমেদ। আয়ারল্যান্ড একাদশ অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |