কক্সবাজার দারুল তাহফিজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার:
|
![]() কক্সবাজার দারুল তাহফিজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সম্মেলন গতকাল পাবলিক হল অডিটোরিয়ামে ১৪৪৩/৪৪ হিজরি সনের হিফজ সমাপ্তকারী ছাত্র-ছাত্রীদের পাগড়ি ও হিজাব প্রদান উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জামিয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া নায়েবে মুনিব আল্লামা মুহাম্মদ ফোরকানুল্লাহ খলিল। বক্তব্যে তিনি বলেন, কুরআনকারিম অমর একটি মর্যাদা। আল্লাহর নূর যা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। যা কিয়ামত না হওয়া পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথি ছিলেন- শাইখ ক্বারী মাওলানা ইলিয়াছ লাহোরী, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি সোলাইমান কাসেমী, লোহাগাড়া ফাতেমাতুজ জোহরা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইব্রাহিম সিদ্দিকী, মাওলানা নুরুল আলম আল মামুন, হাফেজ ইলিয়াছ শাহ ও সাংবাদিক শামসুল হক শারেক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দারুল আরক্বম কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী। উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি জেলায় কুরআন ও ধর্মীয় শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখে আসছে। বরাবরের মতো এবারও হিফজ সমাপ্তকারী ছাত্র-ছাত্রীদের পাগড়িও হিজাব প্রদান করা হয়েছে। স্বদেশপ্রতিদিন/এমএস |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |