কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৩ জনের যাবজ্জীবন
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার:
|
![]() কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৩ জনের যাবজ্জীবন রায়ে উদ্ধারকৃত ইয়াবা বিক্রির ২টি বস্তাভর্তি নগদ ১ কোটি ৭০ লক্ষ ৬৮ হাজার ৫০০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। রায়ে আসামী আবুল কালাম এর পুত্র শেখ আবদুল্লাহকে (১৯) বেকসুর খালাস প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল দেশের ইতিহাসের সর্ববৃহৎ ইয়াবা ও নগদ টাকা উদ্ধারের চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন। দৈনিক স্বদেশ প্রতিদিনকে একই আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ড হওয়া আসামী হলো: নজরুল ইসলাম ও সোলতানা রাজিয়া বেগম এর পুত্র জহুরুল ইসলাম প্রকাশ ফারুক (৩৭), মোজাফফর আহমদ ও হাজেরা খাতুন এর পুত্র নুরুল আমিন প্রকাশ বাবু (৫৫) এবং আবুল হোসেন ও হাসনা বানু’র পুত্র আবুল কালাম (৫০)। এই ৩ জন আসামীর সকলের বাড়ি কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়াছড়ায়। রায় ঘোষণার সময় ৪ জন আসামী আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্র পক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম এবং আসামীদের পক্ষে অ্যাডভোকেট মো: ছৈয়দ আলম, অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী অ্যাডভোকেট নুরুল মোস্তফা মানিক ও অ্যাডভোকেট আবদুল বারী মামলা পরিচালনা করেন। স্বদেশপ্রতিদিন/এমএস |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |