থমথমে সুপ্রিম কোর্ট, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন
স্বদেশ ডেস্ক
|
![]() থমথমে সুপ্রিম কোর্ট, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন বৃহস্পতিবার (১৬ মার্চ) নির্বাচনের দ্বিতীয় দিনে দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ শতাধিক সদস্য অবস্থান নিয়েছেন। নির্বাচনের প্রথম দিনে হট্টগোল-হাতাহাতি ও পুলিশের লাঠিচার্জের মধ্য দিয়ে ভোটগ্রহণের পর দ্বিতীয় দিনেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনজীবীদের চোখে-মুখেও শঙ্কা। এদিকে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। সমিতির সভাপতি ও সম্পাদকসহ আওয়ামী লীগ অংশের মনোনীত উপ-কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে নির্বাচন হচ্ছে। তবে বিএনপি সমর্থক আইনজীবীরা ভোটে অংশগ্রহণ থেকে বিরত রয়েছেন। তারা নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (১৫ মার্চ) দিনভর হট্টগোল, ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের লাঠিচার্জ, ভাঙচুর, পাল্টাপাল্টি মিছিলের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |