বঙ্গবন্ধুর জন্মদিন পালনে রঙিন সাজে জনতা ভবন
বাউফল প্রতিনিধি:
|
![]() বঙ্গবন্ধুর জন্মদিন পালনে রঙিন সাজে জনতা ভবন যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবন সেজেছে রঙিন সাজে। আলোকসজ্জা ও ব্যানার ফেস্টুনে ভরে গেছে জনতা ভবন এলাকা। জনতা ভবনের প্রধান ফটকে নির্মাণ করা হয়েছে বিশাল গেট। পৌরশহর জুড়ে টাঙানো হয়ে বিভিন্ন ফেস্টুন। আয়োজক কমিটি জানায়, ১৭মার্চ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা। এছাড়াও শিশু কিশোরদের নিয়ে বিকালে চিত্রাঙ্কন, কুইজ ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি। উপজেলা আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন পালন করতে জনতা ভবনে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এসব কর্মসূচিতে বাউফল উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা ও ১৫টি ইউনিয়ন থেকে প্রায় ৩০হাজার নেতাকর্মীরা উপস্থিত থাকবে। ওই দিন সকাল ১০টায় জনতা ভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হবে। আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দিবেন সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি। এ বিষয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম ফারুক বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন সফলভাবে উদযাপন করতে উপজেলা আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। আশা করা হচ্ছে প্রায় ৩০হাজার নেতাকর্মী উপস্থিত হবে। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন রাষ্ট্র পেয়েছি। সেই মহান নেতার জন্মদিন পালনের জন্য বাউফল উপজেলা আওয়ামী লীগ ব্যাপক আয়োজন করেছে। বাউফল থেকে সাত বার নির্বাচিত এমপি ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজের নেতৃত্বে যথাযথ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হবে। স্বদেশপ্রতিদিন/এমএস
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |