মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ ৭ চৈত্র ১৪২৯

আইসিটি প্রতিমন্ত্রী পলকের সাথে UNOPS প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৩:৩৯ পিএম | অনলাইন সংস্করণ

আইসিটি প্রতিমন্ত্রী পলকের সাথে UNOPS প্রতিনিধি দলের সাক্ষাৎ

আইসিটি প্রতিমন্ত্রী পলকের সাথে UNOPS প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশের আইসিটি সেক্টরসহ সার্বিক ক্ষেত্রে ইউনাইটেড নেশান্স অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (UNOPS) এর সহযোগিতা আরো প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ইউনাইটেড নেশান্স অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস এর এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সঞ্জয় মাথুর এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আজ (মঙ্গলবার) রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে আইসিটি প্রতিমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে তারা বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কনফারেন্স রুমে এক মতিবিনিময় সভায় অংশগ্রহণ করেন। 

এসময় ইউনাইটেড নেশান্স অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস এর কান্ট্রি ম্যানেজার সুধির মুরালিধরন, দক্ষিন এশিয়ার পরিচালক চার্লসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় আগামীতে ইউনাইটেড নেশান্স অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস এর সাথে বাংলাদেশের আইসিটি সেক্টর বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নে অংশীদারীত্ব বাড়বে মর্মে আলোচনা হয়।
 
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ অর্থনীতি এখন অনেক শক্তিশালী, ফলে গ্লোবাল ইকোনমিতে বাংলাদেশকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নাই। বাংলাদেশ সরকার ইতোমধ্যে শিক্ষা-স্বস্থ্য-যোগাযোগ-আইসিটিসহ বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব উন্নতি করেছে। কোনো দেশের উন্নয়নে সম্পদ গুরুত্বপূর্ণ নয় বরং দক্ষ জনশক্তি, শক্তিশালী প্রতিষ্ঠান, ইনোভেটিভ আইডিয়া ও এক্সিলারেশন অত্যন্ত প্রয়োজন। অদূর ভবিষ্যতে বাংলাদেশ কাউকে মডেল হিসেবে নয় বাংলাদেশকেই অন্য দেশ মডেল হিসেবে গ্রহণ করবে। 

মতবিনিময় সভায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার; বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক জোহরা বেগম; বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম ও মোঃ তবিবুর রহমান; স্টার্ট আপ বাংলাদেশ লি. এর ব্যবস্থাপনা পরিচালক সামী আহমেদ; ইনোভেশন এন্ড কমার্শিয়ালাইজেশন স্পেশালিস্ট মো: আব্দুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বদেশপ্রতিদিন/ইমরান

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।