পাওয়ার প্লেতে টাইগারদের উড়ন্ত সূচনা
স্পোর্টস ডেস্ক
|
![]() পাওয়ার প্লেতে টাইগারদের উড়ন্ত সূচনা মিরপুরে সিরিজের শেষ ম্যাচে লজ্জার রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নেমেছে জস বাটলাররা। অপরদিকে ইংলিশদের ধবলধোলাইয়ের লক্ষ্যে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের প্রথম দুই ওভারে উড়ন্ত সূচনা করে দুই টাইগার ওপেনার। স্যাম কারান ও ক্রিস ওকসের করা দুই ওভারে বিনা উইকেটে ১৯ রান তুলে লিটন দাস ও রনি তালুকদার। তৃতীয় ওভারে বল করতে আসা লেগ স্পিনার আদিল রশিদ দুই টাইগার ব্যাটারকে তার ঘূর্ণিতে জাদুতে কিছুটা অস্বস্তিতে ফেলেন। চতুর্থ ওভারে আবারও নতুন বোলারের হাতে বল তুলে দেন ইংলিশ অধিনায়ক। পেসার জফরা আর্চারের করা ওভারে এক চারে ৮ রান তুলেন লিটন দাস। আদিল রশিদের করা পঞ্চম অভারেও সাবলীল ব্যাটিং করতে থাকে লিটন ও রনি। পাওয়ার প্লে শেষে ৬ ওভারে বিনা উইকেটে ৪৬ রান তুলেছে বাংলাদেশ। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |