টাইগারদের দুর্দান্ত বোলিং তোপে শুরুতেই কাঁপছে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
|
![]() টাইগারদের দুর্দান্ত বোলিং তোপে শুরুতেই কাঁপছে ইংল্যান্ড শুরুটা খারাপ হয়নি। ৮ বলে ৫ রান করা ডেভিড মালান ইনিংসের তৃতীয় ওভারে তাসকিন আহমেদের শিকার হন। ক্যাচ নেন হাসান মাহমুদ। এরপর ফিল সল্ট চালিয়ে খেলছিলেন। ৬ ওভারের পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫০ রান তুলে নেয় ইংল্যান্ড। তবে পাওয়ার প্লে শেষ হতেই আঘাত হানেন সাকিব। ফিরিয়ে দেন ভয়ংকর হতে চাওয়া সল্টকে (১৯ বলে ২৫)। ঘূর্ণি বলে সাকিব নিজেই নেন ফিরতি ক্যাচ। এরপর অষ্টম ওভারে ইংলিশ অধিনায়ক জস বাটলারকে (৪) চোখ ধাঁধানো এক ইয়র্কারে বোল্ড করেন হাসান মাহমুদ। মঈন আলি (১৭ বলে ১৫) চাপ সামলাবেন কি, তার ঠিক পরের ওভারে মেহেদি হাসান মিরাজকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন। ৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৬৭ রান। বেন ডাকেট ৪ আর স্যাম কারান ৭ রানে অপরাজিত আছেন।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |