বাখমুতে শত শত সেনা নিহত, দাবি ইউক্রেন-রাশিয়ার
স্বদেশ ডেস্ক
|
বাখমুতে শত শত সেনা নিহত, দাবি ইউক্রেন-রাশিয়ার গতকাল শনিবার ইউক্রেন-রাশিয়া দাবি করেছে, বাখমুতের জন্য গত ২৪ ঘণ্টায় তাদের শত্রুপক্ষের শত শত সেনা নিহত হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, বাখমুতে ২২১ জন রুশপন্থী সেনা নিহত হয়েছে এবং ৩০০ জনের বেশি আহত হয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সম্মুখসারির বিস্তৃত দোনেতস্ক অংশে ২১০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। তবে বাখমুতের হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি রাশিয়া। দুই দেশই বাখমুতে যে তাদের সেনারা হতাহত হচ্ছে তা স্বীকার করেছে। তবে ঠিক কী পরিমাণ হতাহত ঘটছে তা নিরপেক্ষভাবে বলা সম্ভব নয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩৮২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |