মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ ৭ চৈত্র ১৪২৯

সহজেই মেকআপ তুলবেন যেভাবে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩৪ পিএম | অনলাইন সংস্করণ

সহজেই মেকআপ তুলবেন যেভাবে

সহজেই মেকআপ তুলবেন যেভাবে

সুন্দরভাবে মেকআপ করা নিঃসন্দেহে কঠিন কাজ। এটি সঠিকভাবে তোলা তার থেকেও কঠিন। প্রতিটি ফাংশনে আমরা নিজেদের সেরা দেখাতে মেকআপের কোনো কমতি রাখি না। আইলাইনার, ব্লাশ থেকে শুরু করে ফাউন্ডেশন সবই ব্যবহার করে থাকি। ভালো মেকআপ ব্যবহার করা হলে এটি ত্বকের কোনো ক্ষতি করে না। তবে মাঝে মাঝে আমরা মেকআপ নিয়েই সারাদিন কাটিয়ে দেই। অনেকে রাতেও মেকআপ তোলেন না। যা কোনো ভাবেই ত্বকের জন্য ঠিক নয়। এতে আমাদের পোরগুলো বন্ধ হয়ে যায়। যা ত্বকের বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। তাই নিয়মিত মেকআপ তোলা অনেক জরুরি। চলুন জেনে নেওয়া যাক যে ৫টি জিনিস ব্যবহার করে খুব সহজেই মেকআপ তুলতে পারেন-

১. শসার রস

আরেকটি প্রাকৃতিক মেকআপ রিমুভার হলো শসা। মেকআপ তুলতে মুখে শসার রস বা পেস্ট ব্যবহার করতে পারেন। শসার অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ব্রণ-প্রবণ ত্বকের চিকিৎসায় সহায়তা করতে পারে। শসার রস অনেক মেকআপ রিমুভারে ব্যবহৃত প্রাথমিক উপাদানগুলোর মধ্যে একটি।
 
২. বেকিং সোডা এবং মধু

বেকিং সোডা এবং মধুর মিশ্রণ প্রাকৃতিকভাবে মেকআপ অপসারণে সহায়তা করে। বেকিং সোডা এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে এবং মধু ত্বককে ময়েশ্চারাইজ করে। জৈব মধু ব্যবহার করা ভালো। ত্বককে হালকাভাবে স্ক্রাব করতে হবে। নরম কাপড় কিংবা তুলার সঙ্গে এটি নিয়ে মুখে ব্যভার করতে পারেন।

৩. নারিকেল তেল

নারিকেল তেল ত্বক এবং চুলের যত্নে ব্যবহৃত একটি পরিচিত উপাদান। এই তেলে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড এবং লো-মোলিকিউলার ওয়েট রয়েছে, যা সহজেই আপনার ত্বকে প্রবেশ করতে পারে। এটি শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যে পূর্ণ যা সঠিক ময়েশ্চারাইজেশন এবং হাইড্রেশনের পাশাপাশি সহজেই মেকআপ অপসারণে সহায়তা করে। তুলা বা প্যাড ব্যবহার করে খুব সহজেই নারকেল তেলের সাহায্যে মেকআপ তুলে ফেলতে পারেন।

৪. দুধ

প্রাকৃতিকভাবে মেকআপ তুলতে দুধ একটি ঘরোয়া প্রতিকার। এটি ত্বক এবং চুলের যত্নে অনেক আগে থেকেই পরিচিত। দুধ প্রাকৃতিকভাবে শক্তিশালী ব্লিচিং এর কাজ করে যা ত্বকে উজ্জ্বলের পাশাপাশি মেকআপ তুলতেও সাহায্য করে। এতে রয়েছে প্রয়োজনীয় চর্বি এবং প্রোটিন যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং ক্ষতিগ্রস্থ কোষগুলোকে ঠিক করতে সহায়তা করে।

৫. অ্যালোভেরা

অ্যালোভেরা ত্বক এবং চুল উভয়ের জন্য একটি জাদুকরী উপাদান। এটি ব্রণ, শুষ্কতা এবং রোদে পোড়া ত্বকের সমস্যার চিকিৎসার জন্য পরিচিত। প্রাকৃতিকভাবে মেকআপ তুলে ফেলার জন্য অ্যালোভেরা জেলও ব্যবহার করা যেতে পারে।

স্বদেশপ্রতিদিন/ইমরান

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।