লক্ষ্মীপুরে ঢাবি ছাত্রলীগের সা. সম্পাদককে সংবর্ধনা
মনির হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
![]() লক্ষ্মীপুরে ঢাবি ছাত্রলীগের সা. সম্পাদককে সংবর্ধনা শুক্রবার (২৭ জানুয়ারি) বিকাল ৪ টায় লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা প্রদান করা হয়। জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকির সভাপত্বিতে ও জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম ফারুক পিংকু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান, জেলা পরিষদ চেয়ারম্যান লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। উক্ত সংবর্ধনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব সাদ্দাম হোসেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং সম্মানিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি চাত্রলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শয়ন। নবনির্বাচিত ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর জেলার জন্য অনেক কিছু করেছেন। তাই আগামী সংসদ নির্বাচনে জেলার ৪ টি সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানাই। স্বদেশপ্রতিদিন/এমএস |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |