মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ ৭ চৈত্র ১৪২৯

গবেষণায় পুরস্কার পেলেন এনএসইউ’র ১২ জন
স্বদেশ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৮:০৯ পিএম | অনলাইন সংস্করণ

গবেষণায় পুরস্কার পেলেন এনএসইউ’র ১২ জন

গবেষণায় পুরস্কার পেলেন এনএসইউ’র ১২ জন

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ২০২১ এবং ২০২২ সালে গবেষণায় উৎকর্ষতার জন্য ১২ জন অনুষদ সদস্যকে পুরস্কৃত করেছে।

এনএসইউ মিলনায়তনে এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এনএসইউর অফিস অব রিসার্চ এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ চন্দ।

পুরস্কারপ্রাপ্তদের যোগ্যতা অনুসারে স্বর্ণ, রৌপ্য বা ব্রোঞ্জ পদক, প্রশংসাপত্র এবং আর্থিক অনুদান প্রদান করা হয়। 

এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিক্স, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস এবং স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস এর ১২ জন অনুষদ সদস্য জন্য এ পুরস্কার অনুমোদন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এনএসইউসহ নির্বাচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি ডিগ্রী প্রদানের অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। 

এনএসইউ অফিস অব রিসার্চ এর পরিচালক অধ্যাপক ড. নরম্যান কে. সোয়াজো বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রশাসনের তত্ত্বাবধান করেন, তিনি নেতৃস্থানীয় আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান হিসাবে এনএসইউ এর খ্যাতি বৃদ্ধি লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

স্বদেশপ্রতিদিন/এমএস 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।