আ. লীগ কখনও গণতন্ত্রে বিশ্বাস করে না: ফখরুল
স্বদেশ ডেস্ক:
|
![]() আ. লীগ কখনও গণতন্ত্রে বিশ্বাস করে না: ফখরুল বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১০ দফা দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল করে গণতন্ত্র হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাসের ইতিহাস। ভোটাধিকারের জন্য এখনও প্রাণ দিতে হচ্ছে, ১৫ জনকে প্রাণ দিতে হয়েছে। যারা গুম-হত্যা করেছে তাদের যাওয়ার সময় হয়ে গেছে। গ্যাসের দাম বেড়েছে, শিল্প কারখানা বন্ধ, বিদ্যুৎ ও পানির দাম বাড়ছে। সরকারের লোকজন টাকা লুট করায় মানুষের ওপর চাপ বেড়েছে। তারা দেশটা তাদের পৈতৃক সম্পত্তি মনে করে। তারা আবারও নির্বাচনের নামে তামাশা করতে চায়। স্বদেশপ্রতিদিন/এমএস
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |