সর্বজনীন পেনশন বিল পাস সংসদে
স্বদেশ ডেস্ক:
|
![]() সর্বজনীন পেনশন বিল পাস সংসদে মঙ্গলবার (২৪ জানুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২২’ পাসের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে তা সংসদে পাস হয়। এর আগে বিলের ওপর আনা জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গত বছরের আগস্টে সর্বজনীন পেনশন সংক্রান্ত আনুষাঙ্গিক বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করে সংসদে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২২ উত্থাপন করেন অর্থমন্ত্রী। পরে তা অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এর আগে শুধু সরকারি চাকরিজীবীদেরই দেওয়া হতো এ পেনশন। দেশের বয়স্ক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতেই এ পরিকল্পনা নেয় সরকার। তবে এর আগে আইন ও বিধি প্রণয়ন এবং তহবিল ব্যবস্থাপনার জন্য জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠন করে সরকার। বিলে বলা হয়, সর্বজনীন পেনশন স্কিমে নির্দিষ্ট হারে নিরবচ্ছিন্ন চাঁদা প্রদানকারী বাংলাদেশি নাগরিকদের ৬০ বছর বয়সে পেনশন প্রদানের বিধানের প্রস্তাব করা হয়। এ পেনশন ব্যবস্থাপনার আওতায় ১৮ থেকে ৫০ বছর বয়সের সব বাংলাদেশি নাগরিক এ স্কিমে অংশ নিতে পারবেন। চাঁদার হার কত হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি। এটি নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে চাঁদা দেওয়া যাবে। স্বদেশপ্রতিদিন/এমএস |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |