ভেড়ামারা সরকারি কলেজের আর্থিক অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
ফয়সাল চৌধুরী:
|
![]() ভেড়ামারা সরকারি কলেজের আর্থিক অনিয়মের প্রতিবাদে মানববন্ধন মঙ্গলবার (২৪ জনুয়ারি) সকাল ১১টার দিকে ভেড়ামারা প্রেসক্লাবের সামনে সরকারি কলেজর ছাত্রলীগের (জাসদ) উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সংগঠনটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে জেলা ছাত্রলীগ সভাপতি (জাসদ) সভাপতির সাজেদুল ইসলাম তুহিন বলেন, কলেজের ৯০০ জন শিক্ষার্থীর কাছ থেকে গত বছর আইডি কার্ড বাবদ ফি নেওয়া হলেও এখনো তাদের আইডি কার্ড দেওয়া হয়নি। ছাত্র সংসদের কোন কার্যক্রম নেই, অথচ ফি নেওয়া হচ্ছে। এই সময় তিনি আরো বলেন, কলেজে ম্যাগাজিন, চিকিৎসা সেবা, লাইব্রেরী ব্যবস্থাপনা, ধর্মীয় অনুষ্ঠান, বিজ্ঞান ক্লাব, ওয়েবসাইট, সফটওয়্যার ও ডিজিটাল আইডি কার্ড এবং ল্যাবটোরী ফি নেওয়া হলেও এর কোনটাই যথাযথ বাস্তবায়ন হয় না। এগুলো যথাযথ বাস্তবায়ন ও আর্থিক অনিয়ম বন্ধের দাবি জানাচ্ছি । এ সময় বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (জাসদ) মীর মুক্তাসির রহমান, উপজেলা ছাত্রলীগের (জাসদ) সহসভাপতি আল আমিন, কলেজ শাখার ছাত্রলীগের (জাসদ) আহবায়ক মামুন হোসেন, পৌর ছাত্রলীগের (জাসদ) সভাপতি জাহাঙ্গীর আলম পারভেজ প্রমুখ। এ বিষয়ে সরকারি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোহা. খলিল উল্লাহ বলেন, করোনা মহামারীর কারণে আইডি কার্ড দিতে পারিনি তবে কিছু অব্যবস্থাপনা রয়েছে সেগুলো গুছিয়ে নেওয়া চেষ্টা চলছে। আর্থিক অনিয়মের অভিযোগ মোটেও সত্য নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজ বলেন, কলেজে যে ফিস নেওয়া হচ্ছে সেগুলোর সঠিকভাবে বাস্তবায়ন ও সমাধানের জন্য কলেজের অধ্যক্ষকে (ভারপ্রাপ্ত) জানানো হয়েছে। স্বদেশপ্রতিদিন/এমএস |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |