ত্রিশালে বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
|
![]() ত্রিশালে বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ মঙ্গলবার বিকেলে ত্রিশাল থানা পুলিশের আয়োজনে পৌর মধ্যবাজার এলাকায় বিট পুলিশিং সমাবেশ ও গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূইয়া। ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ময়মনসিংহ জেলা পরিষদেও সাবেক সদস্য মমতাজ উদ্দিন মন্তা, ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, সহকারী পুলিশ সুপার ত্রিশাল সার্কেল অরিত সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শোভা মিয়া আকন্দ, আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জল, সালমা বেগম প্রমুখ। বিট পুলিশিং সমাবেশ শেষে গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। স্বদেশপ্রতিদিন/এমএস
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |