সাংবাদিক এম হাবিবুর রহমানকে মুক্তিযোদ্ধা সংসদের সংবর্ধনা
এইচ আর সুমন, ভোলা প্রতিনিধি:
|
![]() সাংবাদিক এম হাবিবুর রহমানকে মুক্তিযোদ্ধা সংসদের সংবর্ধনা মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক বিবেক সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম। অনুষ্ঠানে পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম বলেন, সংবর্ধিত ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান অত্যন্ত সাহসী এবং দেশপ্রেমিক একজন ব্যক্তি। তিনি ১৯৭০ সালেই তৎকালীন পাকিস্তান সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে অত্যন্ত ঝুঁকি নিয়ে সাহসীকতার সাথে সংবাদ পরিবেশন করেছিলেন। ৭০ এর নির্বাচনের আগমুহূর্তে ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভোলাসহ উপকূলীয় এলাকায় যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতির সচিত্র প্রতিবেদন প্রকাশ করে পূর্বদেশ পত্রিকায়। এটা অত্যন্ত সাহসীকতার পরিচয় বহন করে। হাবিবুর রহমান এখনো সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। এসময় সাংবাদিকদের সকল প্রকার বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার। এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, জুলফিকার আলী, আব্দুর রাজ্জাক শশী, আসমত আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু প্রমুখ। বক্তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের সময় ভোলায় যারা সম্মুখ সমরে অংশ নিয়েছেন তাদের অন্যতম বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক এম হাবিবুর রহমান। যুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনীর টর্চার সেল মরনপুরি ওয়াপদা কলোনির পার্শ্ববর্তী বদ্ধভূমির সচিত্র প্রতিবেদনসহ বিভিন্ন খবরাখবর মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিতেন। মুক্তিযুদ্ধে সাংবাদিক এম হাবিবুর রহমানের বিশেষ অবদান রেখেছেন। যতদিন স্বাধীন বাংলাদেশ থাকবে ততদিন ভোলাবাসী সাংবাদিক এম হাবিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। স্বদেশপ্রতিদিন/এমএস |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |