কলাপাড়ায় জাটকা ইলিশসহ ট্রলার জব্দ
ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
|
![]() কলাপাড়ায় জাটকা ইলিশসহ ট্রলার জব্দ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর বারোটায় সোনাতলা নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। তবে এসময় কোন জেলেকে আটক করতে পারেনি কোস্টগার্ড। পরে এসব জাটকা বিভিন্ন এতিমখানা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়। নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আরিফ মাহমুদ জানান, মঙ্গলবার সকালে সমুদ্রে টহল চালায় কোস্টগার্ড। এসময় জাটকা বহনকারী ওই ট্রলারটিকে ধাওয়া দিয়ে আটক করা হয়। তবে এসময় ট্রলারের চালক ও তার সহকারীরা পালিয়ে যায়। স্বদেশপ্রতিদিন/এমএস
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |