পিয়না আফরোজ এর নতুন গল্পগ্রন্থ 'গোধূলি মায়ার গন্তব্যে'
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
|
![]() পিয়না আফরোজ এর নতুন গল্পগ্রন্থ 'গোধূলি মায়ার গন্তব্যে' কথাগুলো শুনে আমি গভীরভাবে উপলব্ধি করি, পৃথিবীতে মানুষের মন সবসময় আশ্রয় খুঁজে ফেরে। কেউ আশ্রয় পায়। আর কারো পাওয়া হয় না। এই শহরের রাতের নিস্তব্ধতার মাঝেও একটি কথা বলা হয় না, আপনি, আমি, আমরা সবাই একা। তাইতো একটু ভালোবাসা পাবার আশায় মানুষ ছুটে যায় দূর থেকে আরও দূরে। আর এই ভাবনাকে উপজীব্য করেই মূল গল্পটির নাম দিয়েছি 'গোধূলিমায়ার গন্তব্যে।' আসন্ন এবারের ২০২৩ বইমেলায় গল্পগ্রন্থ 'গোধূলিমায়ার গন্তব্যে' প্রকাশিত হচ্ছে বিদ্যাপ্রকাশ থেকে। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |