আজ দুপুর-সন্ধ্যায় মাঠে নামবে যে ৪ দল
স্পোর্টস ডেস্ক
|
![]() আজ দুপুর-সন্ধ্যায় মাঠে নামবে যে ৪ দল এরপর দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একই ভেন্যুতে ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়। চলতি আসরে দুই ম্যাচে জয় ও তিন ম্যাচে পরাজয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে রংপুর রাইডার্স। যদিও এবারের আসর জয় দিয়ে শুরু করেছিল ফ্রাঞ্চাইজিটি। তাই প্লে অফ রেসে জায়গা করতে জয় তুলে নিয়ে ওপরে উঠার লক্ষ্য দলটির। তাই অনুশীলনেও বেশ সিরিয়াস রংপুর। এদিকে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অবস্থা আরও সংকটে। ছয় ম্যাচ খেলে মাত্র দুই জয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে আফিফ-উসমানরা। ঢাকায় ভালো কিছু করতে হলে অফ ফর্মের গেরো থেকে ফিরতে হবে ক্রিকেটারদের। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |