পাংশায় লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি:
|
![]() পাংশায় লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ রোববার (২২ জানুয়ারি) দুপুর থেকে পাংশা উপজেলা প্রেসক্লাব ও এপেক্স ক্লাব অব পাংশার আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রথম দুপুর ১২টায় জাফরপুর এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের এবং বিকাল ৪ টায় পাংশা উপজেলা প্রেসক্লাবে সামনে হোটেল শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লুৎফর রহমান ফাউন্ডেশন এর প্রতিনিধি ও লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা প্রেসক্লাবে সভাপতি মো: মোক্তার হোসেন, সহ-সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মিঠুন গোস্বামী, প্রচার সম্পাদক হামজা শেখ, এপেক্স ক্লাব অব পাংশার সভাপতি মো: সহিদুর রহমান, কবি সন্ধ্যা রাণী কুন্ডু, পাংশা উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: রিপন সরদার ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান ওএসপি (বার), এসইউপিএ, এস ডব্লিউ সি, পিএসসি এর সার্বিক ব্যবস্থাপনায় লুৎফর রহমান ফাউন্ডেশন ও প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা ও মানবিক কার্যক্রম পরিচালনা হচ্ছে। স্বদেশপ্রতিদিন/এমএস |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |