ট্রেলারে ঝড় তুলল ‘পাঠান’
বিনোদন ডেস্ক
|
ট্রেলারে ঝড় তুলল ‘পাঠান’ 'জিরো'-এর ব্যর্থতার পর কিং খানের মহিমায় ফিরবেন শাহরুখ-প্রেমীরা। আর 'পাঠান' নিয়ে দর্শকদের উত্তেজনার ঠিক পর্যায় জানিয়ে দিল ছবির ট্রেলার। মঙ্গলবার সকাল ১১টায় মুক্তি পেল শাহরুখ খানের সিনেমার প্রথম ঝলক। আর এসআরকে শুরুতে খেলেছেন। মাত্র ৩ ঘণ্টায় এই ছবির ট্রেলারের ভিউ সংখ্যা ৩৬ লাখ ছাড়িয়েছে। অ্যাকশনে ভরপুর এই সিনেমায় শাহরুখ ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। পরিচালনা করেছেন 'ওয়ার' খ্যাত সিদ্ধার্থ আনন্দ। আড়াই মিনিটের এই ট্রেলার জুড়ে একের পর এক মারকারি অ্যাকশন আর সংলাপ। সন্ত্রাসীদের টার্গেট ভারত ডিম্পল কাপাডিয়া 'লাল পতাকা' জারি হওয়ার সাথে সাথে দেশকে রক্ষা করার জন্য 'পাঠান'-এর কথা মনে পড়ে। 'নির্বাসন' শেষে নিজের মেজাজে ফিরেছেন পাঠান। এতে শাহরুখ একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন, যে দেশের জন্য নিজের জীবন দিতে পারে এবং নিতে পারে। "একজন আর্মি ম্যান দেশ আপনার জন্য কি করেছে তা নিয়ে ভাবে না, তবে সে দেশের জন্য যা করতে পারে সেটাই তার একমাত্র লক্ষ্য" - শাহরুখের পাঠান সিনেমার এই সংলাপ ইতিমধ্যেই ভাইরাল। সূত্র : হিন্দুস্তান টাইম। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |