বরিশালের ‘চুড়ান্ত’ অধিনায়ক সাকিব
স্পোর্টস ডেস্ক
|
বরিশালের ‘চুড়ান্ত’ অধিনায়ক সাকিব যদিও তখন বলা হয়েছিল অধিনায়ক নয়, মিরাজ এসেছেন বরিশালের প্রতিনিধি হয়ে। কিন্তু পরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে টস করতেও আসেন মিরাজ। তখনই সমর্থকদের মনে খটকা লাগে। এরপর বরিশালের পক্ষ থেকে জানানো হয়, ম্যাচ বাই ম্যাচ অধিনায়কত্বে বদল আনবে তারা। তবে এক ম্যাচ পরই ওই অবস্থান থেকে সরে এসেছে তারা। এবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, টুর্নামেন্টের বাকি সময় দলকে নেতৃত্ব দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এদিকে ফরচুন বরিশালের শুরুটা ভালো হয়নি। মিরাজের নেতৃত্বে সিলেটের বিপক্ষে খেলতে নেমে ৬ উইকেটে হেরে যায় তারা। যদিও সেই ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালান সাকিব। ৭ চার ও ৪ ছক্কায় ৩২ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |