মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ ৭ চৈত্র ১৪২৯

বিনামূল্যের বই নিতে নিচ্ছে ৫০০ টাকা, ফরম পূরণে ২২০০!
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ১:০৩ পিএম | অনলাইন সংস্করণ

বিনামূল্যের বই নিতে নিচ্ছে ৫০০ টাকা, ফরম পূরণে ২২০০!

বিনামূল্যের বই নিতে নিচ্ছে ৫০০ টাকা, ফরম পূরণে ২২০০!

ডিমলা উপজেলার ডালিয়া চাপানী উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে নতুন বই বিতরণ করে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। বইয়ের জন্য নেওয়া হচ্ছে পাঁচশ টাকা।

এছাড়া স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ২২০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের।

ডালিয়া গ্রামের বিভিন্ন ছাত্র-ছাত্রীর অভিভাবকরা এ অভিযোগ করেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছেলে-মেয়েকে ভর্তি করাতে তারা ডালিয়া চাপানি উচ্চ বিদ্যালয়ে যান। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাদের ভর্তির জন্য বাড়তি টাকা নিচ্ছে। এছাড়া নতুন বছরে প্রাথমিকের বই নিতে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে।

সুশীল চন্দ্র রায় নামে এক অভিভাবক বলেন, ছোট মেয়েকে ভর্তি ও ছেলের এসএসসি ফরম পূরণের জন্য তিনি স্কুলে গিয়েছিলেন। সেখান থেকে তার কাছে মেয়ের বইয়ের জন্য ৫০০ টাকা দাবি করা হয়। আর ছেলের এসএসসি ফরম পূরণ করতে দাবি করা হয় ২২০০ টাকা। উপায় না পেয়ে তিনি এক দাদন ব্যবসায়ীর কাছ থেকে মাসিক ৩০০ টাকা হারে সুদ দেওয়ার শর্তে তিন হাজার টাকা ধার নেন।

তিনি আরও বলেন, সরকার তো প্রতিবছর শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই দেয়। তাহলে বইয়ের জন্য স্কুল কর্তৃপক্ষ কেন টাকা নিচ্ছে?

এ বিষয়ে স্কুলের সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের দিকেই অভিযোগের তীর ছুঁড়েছেন। তাদের দাবি, স্কুলে ভর্তি হওয়ার পর কিছু কিছু শিক্ষার্থী বই নিয়ে অন্য প্রতিষ্ঠানে চলে যায়। তাই ভর্তি ও সেশন ফি বাবদ টাকা আদায়ের পর তাদের বই বিতরণ করা হয়।

এসব ব্যাপারে জানতে চাইলে ডালিয়া চাপানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আজাদ দাবি করেন, আমরা শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ও সেশন ফি বাবদ ৫০০ টাকা নিয়েছি। নতুন বইয়ের জন্য কোনো টাকা নেওয়া হয়নি। বই উৎসবের দিন যারা আসতে পারেনি, শুধু তাদের কাছ থেকে সেশন ফি বাবদ ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে।

এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে ২২০০ টাকা করে কেন নেওয়া হচ্ছে, এ ব্যাপারে কিছু বলতে পারেননি প্রধান শিক্ষক।

অভিভাবকদের অভিযোগের ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম বলেন, বর্তমান সরকার ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই দিচ্ছে। সরকারি বই বিতরণ নীতিমালা অনুযায়ী এ সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়ার সুযোগ নেই। যদি কেউ নিয়ে থাকে, তাহলে তা বেআইনি ও অপরাধ। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন বলেন, বিনামূল্যের বই দিতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশপ্রতিদিন/ইমরান

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।