ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৪৬
স্বদেশ ডেস্ক:
|
![]() ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৪৬ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আক্রান্তদের মধ্যে ১৪১জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১০৫জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ২১২জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৯০জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৫২২জন রোগী ভর্তি আছেন। সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৯ হাজার ৬৯৫জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৭৯৫জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২১ হাজার ৯০০জন ডেঙ্গু রোগী। অন্যদিকে, চিকিৎসা শেষে ৫৮ হাজার ২২০জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে ৩৬ হাজার ৯৪৩জন ঢাকার এবং বাকি ২১ হাজার ২৭৭জন ঢাকার বাইরের বাসিন্দা। স্বদেশপ্রতিদিন/এমএস |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |