কক্সবাজারে ২৯ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার:
|
![]() কক্সবাজারে ২৯ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারবাসীর উদ্দেশে বলেন, ‘দেশের উন্নয়ন চাইলে, জনগণের ভাগ্যের পরিবর্তন চাইলে নৌকায় ভোট দিন। আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’ পাঁচ বছর আগে এই ক্রিকেট স্টেডিয়ামে দলীয় জনসভায় কক্সবাজারের উন্নয়নে নানা প্রকল্প ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী, যা সবকটি দৃশ্যমান। এগুলোর মধ্যে উদ্বোধন করা ২৯টি প্রকল্পের বিপরীতে ব্যয় হয়েছে ১ হাজার ৬৬৬ কোটি ৬ লাখ টাকা। জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ২৯ উন্নয়ন প্রকল্পের নাম পড়ে শোনান। একই সময় ৫৭১ কোটি ৪৯ লাখ টাকা প্রাক্কলন ব্যয়ে আরও চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করা প্রকল্পগুলো হলো- কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ভবন, কলাতলী সড়কে কক্সবাজার গণপূর্ত উদ্যান, বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠ (গোলচত্বর মাঠ), কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবন, পেকুয়া উপজেলা ভূমি অফিস ভবন, জোয়ারিয়ানালায় শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, আবদুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, মরিচ্যা মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, কক্সবাজার শহরতলির লিংক রোড-লাবণী মোড় সড়ক প্রকল্প, রামু-ফতেখাঁরকুল-মরিচ্যা সড়ক, টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক, বাঁকখালী নদীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন, সেচ ও ড্রেজিং প্রকল্প (প্রথম পর্যায়), প্রতিরক্ষা কাজ ও ক্ষতিগ্রস্ত পোল্ডারের পুনর্বাসন প্রকল্প, রামু কলঘর বাজার-রাজারকুল ইউনিয়ন পরিষদ মরিচ্যা সড়কে বাঁকখালী নদীর ওপর ৩৯৯ মিটার দীর্ঘ রাষ্ট্রদূত ওসমান সরওয়ার আলম চৌধুরী সেতু নির্মাণ। স্বদেশপ্রতিদিন/এমএস |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |