আটঘরিয়ায় ডিম বোঝাই গাড়ি উল্টে আহত ২
আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
|
![]() আটঘরিয়ায় ডিম বোঝাই গাড়ি উল্টে আহত ২ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া পৌর এলাকার উত্তরচক (কেরানীর ঢাল) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রাকিবুল ইসলাম (২৮), আকতারুল ইসলাম (২৬)। আটঘরিয়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চাটমোহর থেকে ২১ হাজার পিস মুরগির ডিম বোঝাই করে কুষ্টিয়া যাওয়ার পথে ঘটনা স্থলে পৌঁছালে পেছনের চাকা ভেঙে পাশের খাদে চলে যায়। এসময় বোঝাই করা ডিম ভেঙে প্রায় দেড় লক্ষাধিক টাকারষ ক্ষয়-ক্ষতি হয়। স্বদেশপ্রতিদিন/এমএস |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |