কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত হবে
আনোয়ার হাসান, কক্সবাজার:
|
![]() কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত হবে নেতৃবৃন্দ বলেন, অর্থনৈতিক, সামাজিক, পর্যটন, রাজনৈতিক এবং সার্বিক গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী কক্সবাজারের জন্য না চাইতে বেশি কিছু করেছেন। বিগত ১৪ বছরের হিসেবে সাড়ে ৩ লক্ষ কোটি টাকার উন্নয়ন করেছেন। কক্সবাজারে অনেক অনলাইন এবং কাগজ রয়েছে আপনারা তুলে ধরুন। এসব কর্মকাণ্ড গুরুত্ব বিবেচনা করুন। সোমবার (৫ ডিসেম্বর) জনসভার স্থান শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মীর মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। এতে লিখিত বক্তব্য পাঠ করেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন- সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কেএম শাখাওয়াত মুন, উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার, জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি এথিন রাখাইন, রেজাউল করিম, রাজা শাহ আলম, আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত দাশ, মাহবুবুল হক মুকুল, সালাহ উদ্দিন আহমদ সিআইপি, লে. কর্ণেল ফোরকান আহমদ (অবঃ), সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক রাশেদ, নাজনীন সরওয়ার কাবেরি, আবদুল খালেক, প্রকৌশলী বদিউল আলম, অ্যাডভোকেট সুলতানুল আলম, অ্যাডভোকেট আয়াছুর রহমান, কাজী মোস্তাক আহমদ শামীম, অ্যাডভোকেট তাপস রক্ষিত, ইউনুস বাংগালী, ড. নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, অ্যাডভোকেট ফরিদুল আলম, রাশেদুল ইসলাম, আবুহেনা মোস্তফা কামাল, পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সদর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, জেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি শফিউল্লাহ আনসারী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কালু, জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক আবু মো: মারুফ আদনান, জেলা যুব মহিলা লীগ সভাপতি তাহমিনা চৌধুরী লুনা, পৌর আওয়ামী লীগ নেতা ডা. পরিমল কান্তি, নাছির উদ্দিন, মিজানুর রহমান ও জহিরুল কাদের ভুট্টো প্রমুখ। এছাড়াও প্রেস ব্রিফিংয়ে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বদেশপ্রতিদিন/এমএস |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |