আন্তঃবিভাগীয় ফুটবল টুর্ণামেন্টে
ইসলাম শিক্ষা বিভাগকে হারিয়ে সমাজকর্মের জয়
এইচ এম. ইমরান হোসাইন
|
![]() ইসলাম শিক্ষা বিভাগকে হারিয়ে সমাজকর্মের জয় রবিবার (২৭ নভেম্বর ) সকালে তিতুমীর কলেজে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। এ দিন বেলা ১১ টায় ইসলাম শিক্ষা বিভাগ ও সমাজকর্ম বিভাগের খেলা শুরু হয়। এই ম্যাচে ০-১ গোলের ব্যবধানে সহজেই জয় পেয়ে যায় সমাজকর্ম বিভাগ। উক্ত প্রতিযোগিতায় সামাজকর্ম বিভাগের ফুটবল টিম পরিচালনার দায়িত্বে রয়েছে বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মাকসুদুল হক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফিকুল আলম সিদ্দিকী এ বিষয়ে জানতে চাইলে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবদুর রাজ্জাক বলেন, আজকে সমাজকর্ম বিভাগের টিম ইসলাম শিক্ষা বিভাগের বিপক্ষে জয় পেয়েছে। ছেলেরা অনেক ভালো খেলেছে। আশা করছি পরবর্তীতে যে ম্যাচগুলো আছে সেগুলোতেও আমাদের বিভাগ জয়ী হবে। সকলের জন্য শুভকামনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন। অনুষ্ঠানের শুরুতেই ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বেলুন উড়িয়ে সরকারি তিতুমীর কলেজের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মেয়র নিজেই নেমে যান মাঠে, বল নিয়ে দুই পায়ে ফুটবলের ছন্দ দেখান সবাইকে। মেয়রের খেলার প্রতি এমন ভালোবাসা এবং নিজেই মাঠে নেমে ফুটবলে পায়ের কারসাজি দেখানোয় করতালির মাধ্যমে উৎসাহ দিতে থাকেন উপস্থিত সবাই। উল্লেখ্য, এই আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতায় কলেজের ২২টি বিভাগ অংশ নিয়েছে। এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য আলাদা দুটি দল রয়েছে।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |