জামিন পেলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খোকন
নোয়াখালী প্রতিনিধি:
|
![]() জামিন পেলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খোকন রোববার (২৭ নভেম্বর) নোয়াখালী জজ কোট (জেলা ও দায়রা জজ আদালত) বিচারক নিলুফার সুলতানা এজলাসে উপস্থিত হয়ে শুনানিতে শেষে তিনটি মামলায় স্থায়ী জামিন পান। এর আগে তিনি উচ্চ আদালত জামিন নিয়ে আসেন। মামলা গুলো হলো- নোয়াখালীর চাটখিল - সোনাইমুড়ি থানা পুলিশে কাজে বাঁধা ও গাড়ী পুড়ানো অভিযোগ। গত ২৭/২৮ শে সেপ্টম্বর কেন্দ্রীয় বিএনপির চাটখিল-সোনাইমুড়ি উপজেলা বিক্ষোভ সমাবেশে এ হামলা ভাংচুর ও গাড়ি পোড়ানো ঘটনা ঘটে। এর পরে পুলিশ বাদী হয়ে দুটি এবং আওয়ামী লীগে নেতা রেদওয়ান বাদী হয়ে অপর একটি মামলা করেন। জিআর ১৭১৬/২২, ১৭২১/২২ও ১৭৫২/২২ এতে তিন মামলায় ব্যারিস্টার খোকন আসামি ছিলেন। এছাড়া সোনাইমুড়ি উপজেলা ও চাটখিল উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের আসামি করা হয়েছে। আজ নিন্ম আদালতে হাজির হয়ে সবাই বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করে, আদালত দীর্ঘ শুনানি শেষে তাদের স্থায়ী জামিন দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী বারের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। এ সময় বারের প্রায় অর্ধশতাধিক আইনজীবী এ মামলাগুলো পক্ষে আদালতে উপস্থিত হয়ে আসামি পক্ষে জামিনের আবেদেন করেন। রাষ্ট্র পক্ষে পিপি গোলজার হোসেনসহ অন্যান্য এপিপি আইনজীবী উপস্থিত ছিলেন। উলেখ্য, এর আগে গত ৯ নভেম্বর তিনিসহ বিএনপির অঙ্গ সংগঠনের চার শতাধিক এ মামলাগুলো জামিন পান, জানিয়ে নোয়াখালী বারের আইনজীবী মাহমুদ হাসান শাকিল অ্যাডভোকেট। স্বদেশপ্রতিদিন/এমএস |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |