গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জের ধরে আশিক হোসেন (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাব্বির, টুটুল ও বিল্লাল নামে আরো ৩জন আহত হয়েছে। আহত তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় গাজীপুরার কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে আটক করেছে। নিহত আশিক এরশাদনগর ৩নং ব্লকের সোলাইমান হোসেন সলু মিয়ার ছেলে।
এরশাদ নগর এলাকাবাসীর সূত্রে জানা যায়, নিহত আশিক কিশোর গ্যাং এর সাথে জড়িত। কয়েকমাস আগে থানা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাত্তার হোসেনের ছোট ভাই আশরাফুলের সাথে আশিকের মোবাইল ছিনতাই নিয়ে বিরোধ হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে মিমাংসা করা হয়েছ।
নিহতের বাবা সোলাইমান হোসেন বলেন, আশিক আড়াই মাস আগে বিয়ে করেছে। সে দ্বিতীয় পক্ষের দুই ছেলের মধ্যে সে ছোট। অনেক কষ্ট করে তাকে লালন-পালন করা হয়েছে। আমার ছেলে কোন খারাপ কাছের সাথে জড়িত ছিল না। বর্তমানে সে অটোরিকশা চালাতো। এর আগে এলাকায় একটি টেইলার্স দোকানে কাজ করতো।
পুলিশ জানায়, ঘটনাস্থলে একটি বিয়ের অনুষ্ঠান শেষের দিকে। এসময় আশিক, সাব্বির, টুটুল ও বিল্লালকে চোর সন্দেহে ধাওয়া করে লোকজন। পরে তাদের ধরে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশিককে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশিকের মুখমন্ডলে এমনভাবে আগাত করা হয়েছে দেখে মনে হয় ইট, রড দিয়ে পিটিয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।