বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ আশ্বিন ১৪৩০

বাবা বিএনপি নেতা, কন্যা ছাত্রলীগ নেত্রী
বাউফল প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৫:৩৪ পিএম | অনলাইন সংস্করণ

বাবা বিএনপি নেতা, কন্যা ছাত্রলীগ নেত্রী

বাবা বিএনপি নেতা, কন্যা ছাত্রলীগ নেত্রী

পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ও দাশপাড়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মো: আব্দুল খালেকের কন্যা ফারজানা আক্তার নিপা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রলীগের পদ-পদবী ব্যবহার করে ভোগ করছেন সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা। এনিয়ে বাউফলে চলছে ব্যাপক আলোচনা সামালোচনা। 

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ফারজানা আক্তার নিপাকে সহ-সভাপতি করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২-১৩ শিক্ষা বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

বর্তমানে তিনি বিবাহিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চমান সহকারী হিসাবে চাকরি করছেন। একজন ছাত্রলীগ নেত্রী হওয়ার খুব সহজে তিনি চাকরিটি পেয়ে যান। এছাড়াও ওই নেত্রী তাঁর  মায়ের অসুস্থতাকে পুঁজি করে অনুদানের নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। 

অন্যদিকে ওই ছাত্রলীগ নেত্রীর পিতা আব্দুল খালেক বর্তমানে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি একসময় দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মো: আব্দুল খালেক বলেন, ‘আমি আগে বিএনপি করতাম এখন রাজনীতির সাথে জড়িত না। একটা এনজিও পরিচালনা করছি। আমার মেয়ে নিপা ভার্সিটিতে ভর্তি হয়েই ছাত্রলীগে যুক্ত হয়। বর্তমানে তিনি প্রজাতন্ত্রের কর্মচারী।’

এ ব্যাপারে ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি ফারজানা আক্তার নিপা'র মোবাইল ফোনে কল দেয়া হলে তা বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রলীগের এক শীর্ষ নেতা বলেন, ‘আব্দুল খালেক দীর্ঘদিন থেকে বিএনপি'র রাজনীতি করছেন। তার মেয়ে নিপা কিভাবে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগে এতো বড় পদ পেলো, বিষয়টি আমাদের জানা নেই। কমিটি ঘোষণার আগে স্থানীয় ছাত্রলীগের নেতাদের থেকে খোঁজ-খবর নিলে এমন ঘটনা হতো না।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হোসেইন সাদ্দামের মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, ‘নিপা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন।’

ফারজানা আক্তার নিপা'র বাবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। এছাড়া একজন বিবাহিত নারী কিভাবে ছাত্রলীগ নেত্রী হন এ প্রশ্ন করা হলে তিনি কোন জবাব না দিয়েই ফোন কেটে দেন।

স্বদেশপ্রতিদিন/এমএস 




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।