মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
ইশো সাইবার মানডে সেল’র ফার্ণিচার ও অ্যাক্সেসরিজের উপর ২৫% ছাড়
স্বদেশ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৫:২৯ পিএম
ইশো সাইবার মানডে সেল’র ফার্ণিচার ও অ্যাক্সেসরিজের উপর ২৫% ছাড়

ইশো সাইবার মানডে সেল’র ফার্ণিচার ও অ্যাক্সেসরিজের উপর ২৫% ছাড়

শুরু হচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্ণিচার ও লাইফস্টাইল ব্র্যান্ড ইশো’র বিশেষ সাইবার মানডে সেল। আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর তিন দিনব্যাপি এই সেল-এ ইশো’র ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফার্নিচার ও অ্যাক্সেসরিজ কিনে গ্রাহকরা পাবেন ২৫% পর্যন্ত ছাড়।

সাইবার মানডে সেল-এ গ্রাহকদের জন্য থাকছে চাহিদা অনুযায়ী সোফা-সেট, ডাইনিং টেবিল,
খাট, রাগস বা কার্পেটসহ বিভিন্ন পণ্য সুলভ মূল্যে কেনার সুবর্ণ সুযোগ। এছাড়া, নবদম্পতিরাও
নিজেদের নতুন ঘরকে নতুন রূপে সাজানোর জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ কেনার সুযোগ পাবেন।

২০০৫ সালে এই সাইবার মানডে’র যাত্রা শুরু হয়। এটি বিশ্বব্যাপি দ্বিতীয় বৃহৎ বার্ষিক অনলাইন শপিং উৎসব হিসাবে পালন করা হয়, যেখানে ক্রেতাদের জন্য আকর্ষণীয় ছাড় ও অফার দেওয়া হয়। এই সেল থেকে গ্রাহকরা ঘরে বসেই অনলাইনে কেনাকাটা করে মাত্র ৭ দিনের মধ্যে পণ্যের ডেলিভারি পেয়ে থাকে। গ্রাহকদের দ্রুত ডেলিভারিসহ ঝামেলামুক্ত কেনাকাটার অভিজ্ঞতা প্রদানের জন্যই ইশো’র এই বিশেষ উদ্যোগ।

ইশো সম্পর্কে- আমরা যুগোপযোগী ও মানসম্মত ডিজাইনকে সর্বদা প্রাধান্য দেই। সম্পূর্ণ নতুন ধাঁচের ডিজাইন তৈরি থেকে শুরু করে সেটি তৈরিতে পর্দার আড়ালে আমাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে, গ্রাহকদের ভিন্ন ধাঁচের, সর্বাধুনিক ও বৈচিত্র সমৃদ্ধ ফার্ণিচার উপহার দিতে ইশো’র সকল কর্মীই প্রতিজ্ঞাবদ্ধ।

ইশো সাধারণ কিন্তু আধুনিক, সহজে ব্যবহারযোগ্য এবং পরিবেশ-বান্ধব ফার্ণিচার বাজারে সহজলভ্য করে তুলছে, যা ফার্ণিচার কেনার ক্ষেত্রে দেশিয় ক্রেতাদের দৃষ্টিভঙ্গী বদলাতেও সাহায্য করছে। সাধারণ কিন্তু আধুনিক ডিজাইনের মাধ্যমে পরিবেশবান্ধব ফার্ণিচার তৈরি করে কাঠের ব্যবহার কমিয়ে আনতে বিশেষ ভূমিকা রাখছে ইশো।

আধুনিক ফার্ণিচারের চাহিদা ও বাজারের মজুদ পণ্যের মধ্যকার শূন্যস্থান পূরণ করাই ইশো’র মূল লক্ষ্য। বিস্তারিত জানতে ভিজিট করুন www.isho.com

স্বদেশপ্রতিদিন/এমএস 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝