‘নেইমার না থাকলে বিশ্বকাপের সৌন্দর্য থাকে না’
বিনোদন ডেস্ক
|
‘নেইমার না থাকলে বিশ্বকাপের সৌন্দর্য থাকে না’ বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে ব্যথিত করেছে নেইমারের এই ছিটকে যাওয়া। শনিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে বিষয়টি জানিয়েছেন তিনি। তিনি জানান, আমি ছোটবেলা থেকেই ব্রাজিল টিমের সাপোর্টার। সত্যি, নেইমারের জন্য খারাপ লাগছে। আমি কখনোই চাই না, শুধু নেইমার নয় যেকোনো ফুটবলার বিশ্বকাপের মতো এতো বড় আসর থেকে ইনজুরির কারণে ছিটকে যাক। রুবেলের দাবি, তুমি (নেইমার) না থাকলে বিশ্বকাপের সৌন্দর্য থাকে না। নেইমার অনন্য এক ফুটবল প্রতিভার নাম। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |