সতিকসাসের আয়োজনে সাংবাদিকতার পাঠ ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার
এইচ এম. ইমরান হোসাইন
|
সতিকসাসের আয়োজনে সাংবাদিকতার পাঠ ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার শনিবার (২৬ নভেম্বর) তিতুমীর কলেজে এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের নিচ তলায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাব্বির আহমেদের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের ২৩তম শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মালেকা আক্তার ও এশিয়ান টেলিভিশনের বার্তা সম্পাদক মাহবুব জুয়েল। সেমিনারে উদ্বোধনী বক্তবে অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন বলেন,"সাংবাদিক একজন মহৎ ব্যক্তি। আর সাংবাদিকতা একটি মহৎ পেশা। সাংবাদিকরা সত্যকে উদ্ঘাটন করে। যে ব্যাপারটি আমরা জানিনা, আমজনতা জানে না, সেটা সাংবাদিকরা তুলে ধরে। নানা চ্যালেঞ্জের মাধ্যমে সাংবাদিকরা সত্যকে তুলে ধরে। যারা অনেকটা গোয়েন্দা সংস্থার মতো কাজ করে। তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির এই আয়োজনকে সাধুবাদ জানাই"। সেমিনারে সাংবাদিকতার ব্যক্তিগত অভিজ্ঞতা ও সাংবাদের নানা বিষয় নিয়ে আলোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক শেখ আবু রাইহান সিদ্দিকী। উপস্থাপনা বিষয়ে আলোচনা করেন চ্যানেল আই এর সিনিয়র নিউজ প্রেজেন্টার হৃদিতা রেজা। এছাড়াও মোবাইল জার্নালিজম (মোজো) এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন দৈনিক সময়কালের মাল্টিমিডিয়া জার্নালিস্ট জাকারিয়া ইবনে ইউসুফ। পাশাপাশি সাংবাদিকতায় নৈতিকতা নিয়ে কথা বলেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসীর। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |