অ্যাকশনে যাওয়ার হুঁশিয়ারি দিলেন পররাষ্ট্রমন্ত্রী
স্বদেশ ডেস্ক
|
অ্যাকশনে যাওয়ার হুঁশিয়ারি দিলেন পররাষ্ট্রমন্ত্রী শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের (ফোসা) উদ্যোগে দিনব্যাপী ‘আন্তর্জাতিক চ্যারিটি বাজার’ উদ্বোধন করা হয়। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিদেশি দূতাবাসগুলো আচরণবিধি মানে না। তাহলে বাংলাদেশ কি বিদেশিদের কথায় মনোযোগ দিচ্ছে? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার মতো দেশ গত নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ২০-২১ কূটনীতিককে বহিষ্কার করেছে। এছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যে সংস্থাগুলি তারা বিশ্বাস করেছিল যে তারা রাশিয়ার সাথে সহযোগিতা করেছে, নিষেধাজ্ঞার মাধ্যমে বন্ধ হয়ে গেছে। শক্তিশালী দেশ হওয়ায় তারা সহজেই এসব পদক্ষেপ নিতে পারে। কিন্তু আমাদের সেই ক্ষমতা বা সামর্থ্য নেই, তাই আমরা এই পদক্ষেপ নিইনি। তবে সঠিক সময় হলে আমরাও অ্যাকশনে যাব। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |