কুমিল্লায় গণসমাবেশ শুরু
স্বদেশ ডেস্ক
|
![]() কুমিল্লায় গণসমাবেশ শুরু সমাবেশের শুরুতে স্থানীয় জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেবেন বলে জানা যায়। দুপুর ১২টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের মঞ্চে আসার কথা রয়েছে। এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। সকাল ১০টা বাজার সঙ্গে সঙ্গে পুরো টাউন হল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সমাবেশকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে কুমিল্লা শহর। সকালে দেখা যায়, বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন সমাবেশস্থলে। ভোর থেকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীর উপস্থিতি বাড়তে থাকে। বিএনপির অন্য বিভাগীয় গণসমাবেশের চেয়ে কুমিল্লার গণসমাবেশ বড় হবে বলে দাবি নেতাকর্মীদের। আজ সকালে একাধিক বিএনপির নেতাকর্মী বলেছেন, খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। চলমান গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে সাধারণ মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো অংশ নিয়ে গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছেন। সরকার পতনের ডাক দিয়েই আমরা ঘরে ফিরব। মানুষের স্রোত কুমিল্লামুখী আসতে শুরু করেছে। কুমিল্লা জনসমুদ্র হবে। প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীর মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেটের পর শনিবার কুমিল্লায় গণসমাবেশ করবে দলটি। কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশের আয়োজন চলছে।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |