রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার জেলা ইউনিটের কমিটি অনুমোদন
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার:
|
![]() রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার জেলা ইউনিটের কমিটি অনুমোদন বৃহস্পতিবার (২৪ নভেম্বর) অনুমোদিত কমিটির পদাধিকার বলে চেয়ারম্যান, কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাবেক সফল সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি অনুপ বড়ুয়া অপু। কমিটির অন্যান্যরা হলেন- ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, সদস্য রাশেদ হোসাইন নান্নু, দিদারুল ইসলাম, তাহমিনা নুসরাত জাহান লুনা, এএইচএম ইফতেখারুল ইসলাম হানিফ, অ্যাডভোকেট একরামুল হুদা, আলী আহমদ, তাসলিমা রুমানা ও বাহাদুর চৌধুরী। নবনির্বাচিত কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি মানুষের সেবা, সহযোগিতা ও কাংখিত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, ২৪ নভেম্বর ২০২২ হতে ২৩ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত মেয়াদে এই এ্যাডহক কার্য নির্বাহী কমিটি গঠিত হয়। স্বদেশপ্রতিদিন/এমএস
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |