প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-২০২০ নিয়োগে শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদসংখ্যা বৃদ্ধি করে নিয়োগের দাবিতে শরীয়তপুরে ঘণ্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ করেছেন চাকুরী প্রত্যাশীরা।
২৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত জেলার প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন শেষে তারা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দিন আহমেদ বরাবর ও অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শফিকুল হাসানে মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
বক্তারা বলেন, মন্ত্রণালয়ের সাবেক সচিব মহোদয় বলেছিলেন, শূন্যপদের বিপরীতে ৫৮ হাজার কোটায় নিয়োগ দেবেন। কিন্তু বর্তমান সচিব মহোদয় বলছেন, ৫৮ হাজার নয়, ৩২ হাজার ৬৫৭ কোটায় নিয়োগ দেওয়া হবে। ফলে অনেক চাকরী প্রত্যাশী চাকরী পাবেন না।
করোনা মহামারীর কারনে আমাদের চাকরির বয়সসীমাও নেই। তাই শূন্যপদের বিপরীতে ১ লাখ ৫১ হাজার চাকরিপ্রত্যাশীর মধ্য থেকে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ৫৮ হাজার কোটায় নিয়োগ চাই। আমাদের দাবি না মানলে এ আন্দোলন অব্যাহত থাকবে।
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স, মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com