দোয়া চাইলেন সেই সৌদির ফুটবলার
স্পোর্টস ডেস্ক
|
দোয়া চাইলেন সেই সৌদির ফুটবলার চোট সামলাতে না পেরে মাঠেই পড়ে ছিলেন ইয়াসির। রক্তে ভেসে যায় তার মুখ। এরপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। এক্স-রের পর জানা যায় চোয়াল এবং মুখের বাঁ দিকের হাড় ভেঙে যায়। ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এবারের কাতার বিশ্বকাপ আসরের সবথেকে বড় অঘটন সৌদি আরবের কাছে আর্জেন্টিনার পরাজয়। সৌদি আরবের এমন আনন্দঘন দিনে যখন সতীর্থরা উদযাপনে ব্যস্ত তখন তাকে নিয়ে মেডিক্যাল স্টাফরা ছুটে যান হাসপাতালে। শুরুতে দোহার হাসপাতালে চিকিৎসা চলে। এরপর রিয়াদের একটি হাসপাতালে ইয়াসির আল-শাহরানির মুখে সফলভাবে অস্ত্রোপচার করা হয়। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য জার্মানি পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ইয়াসিরের জীবন বাঁচাতে নির্দেশ দেন চিকিৎসার জন্য প্রাইভেট বিমানে করে যেন তাকে পাঠানো হয় জার্মানিতে। এ অবস্থায় অস্ত্রোপচার হলো সৌদি আরবেই। দেশটির ফুটবল ফেডারেশনের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ৩০ বছর বয়সী আল-শাহরানিকে প্রাথমিকভাবে কাতারের হামাদ মেডিকেল সিটিতে নিয়ে যাওয়া হয়। যেখানে তিনি সম্পূর্ণ মেডিকেল চেকআপ করেন এবং রাত কাটান। এরপর তাকে অস্ত্রোপচারের জন্য দোহার হাসপাতাল থেকে রিয়াদের ন্যাশনাল গার্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারের পর মিলেছে স্বস্তির খবর। আল-শাহরানি চোখ মেলে হাসপাতালের বিছানা থেকে কথা বলেছিলেন। ভক্তদের আশ্বস্ত করে দোয়া চেয়েছেন। সৌদি ডিফেন্ডার বলেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করছি যে আমি ঠিক আছি। আমার জন্য দোয়া করবেন। আর্জেন্টিনার বিপক্ষে জয়ের জন্য আমাদের সৌদি ভক্তদের অভিনন্দন।’ তবে এটা নিশ্চিত হওয়া গেছে- সংঘর্ষে একটি চোয়াল ভেঙে গেছে, মুখের হাড় ভেঙ্গে গেছে আর অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |