মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
থিয়েটার আন্দোল
বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশব্যাপী নাট্য কর্মশালা ও সাংগঠনিক শিল্পযাত্রা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৯:০৩ পিএম
বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে 
দেশব্যাপী নাট্য কর্মশালা ও সাংগঠনিক শিল্পযাত্রা২৫ নভেম্বর ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী। আর এ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘দেশব্যাপী নাট্য কর্মশালা ও সাংগঠনিক শিল্পযাত্রা’ আয়োজন করেছে সংগঠনটি। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেশব্যাপী এ কর্মসূচির উদ্ধোধন করেন সংগঠনটির সভাপতি ড. কামাল উদ্দিন শামীম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ।

উদ্বোধনী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাটক ও পরিবেশ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মণ্ডলির সদস্য আল জাবির এবং ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হাবিব তাড়াশী। সিলেট অঞ্চলের সমন্ময় করছেন ক্যাম্পাস থিয়েটার সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক অসিত বরণ দাশ গুপ্ত।

দেশব্যাপী কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে থাকবেন সহযোগী অধ্যাপক ড. কামাল উদ্দিন শামীম, সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন কচি, সহযোগী অধ্যাপক ড. মাহ্ফুজা হিলালী, সহযোগী অধ্যাপক ড. সুমন্ত কুমার সাহা, সহযোগী অধ্যাপক আল জাবির, সহকারী অধ্যাপক হোমায়রা মোর্শেদা আখতার, সহকারী অধ্যাপক শাহরিয়ার আল মামুন, সহকারী অধ্যাপক মামুনুল হক, হাবিব তাড়াশী, খাদিজা মুস্তারী (মাহিন), শুভাশিষ দত্ত তন্ময়, রতন মজুমদার, মাজেদ আহমেদ। 

সংগঠনটির সভাপ‌তি ও অনুষ্ঠা‌নের উ‌দ্বোধক ড. কামাল উ‌দ্দিন সা‌মিম ব‌লেন, ‘শিল্পীত জীবনের আকাঙ্ক্ষা মানুষের চিরকালীন। ক্যাম্পাস থিয়েটার মানবের এই সুপ্ত আকাঙ্ক্ষাকে আলোকে বর্ণিল করতে নিয়ত ক্রিয়াশীল। 

এ বিষয়ে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিব তাড়াশি বলেন, ‘ছড়াবো আলো শিক্ষা ও শিল্পে, তারুণ্যের জয়গানে’ এই স্লোগানকে ধারণ করে ২০২৩ জানুয়ারিতে আয়োজিত ৫০টি ক্যাম্পাস থিয়েটারের অংশগ্রহণে তৃতীয় জাতীয় ক্যাম্পাস থিয়েটার উৎসব সফল করতে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘দেশব্যাপী নাট্য কর্মশালা ও সাংগঠনিক শিল্পযাত্রা আয়োজন’ করা হয়েছে।’

হাবিব তাড়াশি বলেন, সমগ্র বাংলাদেশকে ২০টি অঞ্চলে ভাগ করে এই কর্মসূচি ১৭ নভেম্বর ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত চলমান থাকবে। দেশব্যাপী নাট্য কর্মশালা ও সাংগঠনিক শিল্পযাত্রা’র কর্মসূচি ১৭ নভেম্বর সিলেট অঞ্চল থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলে অনুষ্ঠিত হবে। 

তিনি জানান, এই কর্মসূচির মাধ্যমে সারা দেশের অন্তত ২০০০ জনকে নাট্যপ্রশিক্ষণ দেয়া হয়ে হবে।

অনুষ্ঠা‌নের সভাপ‌তি সিলেট ক‌্যাম্পাস থি‌য়েটার আ‌ন্দোলন সি‌লেট জেলা সংসদ’র সভাপ‌তি জনাব মোহাম্মদ বিলাল উ‌দ্দিন ব‌লেন, ‘দেশব‌্যাপী নাট্যকর্মশালা ও সাংগঠনিক শিল্পযাত্রা সফল হোক এই কামনা করি। আমরা স্বপ্ন দেখি একটি শিল্পীত ও সমৃদ্ধ বাঙলার।’

উল্লেখ্য, দেশব্যাপী নাট্য কর্মশালা ও সাংগঠনিক শিল্পযাত্রা কর্মসূচির আহবায়ক খান তুহিন সাজ্জাদ এবং সদস্য সচিব মাসুদ রানা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝