জনগনের ভোটে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা, আগামী সংসদ নির্বাচন হবে কঠিন ও নিরপেক্ষ কথাগুলো বলেছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামগতির আলেকজান্ডারের একটি রেস্তোরাঁয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
একই দিন দুপুরে আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপ-কমিটির সহ-সম্পাদক এমএ মমিন পাটোয়ারী।
সম্মেলন সুত্রে জানা যায়, সভাপতি পদে সাতজন এবং সাধারণ সম্পাদক পদে ১৭ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। গত ১৬ বছরে ১৩ বার সম্মেলনের প্রস্তুতি নিলেও সম্মেলন অনুষ্ঠিত হয়নি বিভিন্ন টানা পোড়েনের কারণে । সবশেষ ২০০৩ সালের ৩ অক্টোবর সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স, মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com