মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
সেন্ট যোসেফে ‘দ্য ক্রাফট অব প্যারাগ্রাফ রাইটিং’শীর্ষক কর্মশালা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৯:২৪ পিএম আপডেট: ২২.০৯.২০২২ ৯:৪১ PM
সেন্ট যোসেফে ‘দ্য ক্রাফট অব প্যারাগ্রাফ রাইটিং’শীর্ষক কর্মশালা

সেন্ট যোসেফে ‘দ্য ক্রাফট অব প্যারাগ্রাফ রাইটিং’শীর্ষক কর্মশালা

সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত "দ্য ক্রাফট অব প্যারাগ্রাফ রাইটিং" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ কর্মশালা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। 

আলোচক ও প্রশিক্ষক হিসেবে ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক সামি হোসেন চিশতী। ৭০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত এ কর্মশালায় আলোচক সামি হোসেন চিশতী প্যারাগ্রাফ রচনার আন্তর্জাতিকভাবে স্বীকৃত কৌশলগুলোর ওপর গুরুত্ব আরোপ করেন এবং গতানুগতিক মুখস্থ করার মানসিকতা থেকে বের হয়ে আসতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তিনি তাদের প্রি-রাইটিং , ব্রেইন স্টোর্মিং, টপিক সেন্টেন্স, কোহিসন ও কোহিয়েরেন্সের মতো কৌশলী বিষয়গুলো সম্পর্কে ধারণা প্রদান করেন। 

শিক্ষার্থীরা এ আয়োজনকে ফলপ্রসূ বলে মূল্যায়ণ করে। সেন্ট যোসেফের প্রিন্সিপ্যাল ব্রাদার লিও জে পেরেইরা এই কর্মশালা আয়োজনের জন্য নটর ডেম বিশ্ববিদ্যালয় কে ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ৩০০ শিক্ষার্থীদের উপহার প্রদান ও কর্মশালায় অংশগ্রহণকারীদের  সনদপত্র বিতরণ করা হয়। নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সম্পর্কে একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করে বিশ্ববিদ্যালয়টির পাবলিক রিলেশনস বিভাগ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাদার ফ্র্যাংক কুইনলিভান, ফাদার এডমান্ড , ফাদার অসীম গঞ্জাল্ভেস সহ নটর ডেম বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ। 

উল্লেখ্য, ডেভেলপিং ইয়ুথ একাডেমিক স্কিলস শিরোনামে এই উদ্যোগ করোনা অতিমারির পূর্বে  শুরু করে বিশ্ববিদ্যালয়টি যারই ধারাবাহিকতায় সেন্ট যোসেফে এ কর্মশালার আয়োজন করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝