মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
১৮ সেপ্টেম্বর অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম জাকির ১১তম মৃত্যুবার্ষিকী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ২:২৮ পিএম
১৮ সেপ্টেম্বর অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম জাকির ১১তম মৃত্যুবার্ষিকী

১৮ সেপ্টেম্বর অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম জাকির ১১তম মৃত্যুবার্ষিকী

অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম জাকির তিনি ১৯৬১ সালে চাখার ফজলুল হক ইনসটিটিউশন থেকে মেট্রিক পাশ করেন ৷ চাখার কলেজ থেকে আই এ পাশ করে ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইতিহাস বিভাগে অনার্সে ভর্তি হন ৷ সেখান থেকে ১৯৬৬ ও ১৯৬৭ সালে যথাক্রমে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন ৷ ১৯৬৭ সালে চাখার ফজলুল হক কলেজে শিক্ষক হিসাবে যোগদান করন ৷১৯৫৮ সালে স্কুলে পড়ার সময় ছাত্রলীগে যোগ দেন ৷ অনার্স পড়াকালীন ইকবাল হল ছাত্র সংসদে ছাত্রলীগ থেকে বর্ষীয়ান নেতা তোফায়েল এর সাথে নির্বাচন করেন ৷ তিনি ১৯৬৫ সালে ইতিহাস বিভাগের সেমিনার সেক্রেটারি নির্বাচিত হন ৷ ১৯৬৭ সালে ইতিহাস বিভাগে ছাত্রলীগের মনোনীত প্রর্থী হিসাবে ভিপি পদে নির্বাচন করেন ৷ চাখার কলেজে যোগদানের পর থেকে অত্র এলাকায় ছাত্রলীগের জনপ্রিয়তা বাড়তে থাকে ৷

১৯৬৭ সালে কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ জি এসসহ মোট ৭টি আসনে জয়লাভ করেন জাকির ৷ ১৯৬৮ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয়লাভ করে ৷ তাঁরই প্রচেষ্টায় বরিশালের বানারীপাড়া , উজিরপুর , স্বরূপকাঠী সহ প্রায় সকল এলাকায় ছাত্রলীগ ও আওয়ামী লীগ জনপ্রিয়তা লাভ করে ৷

১৯৬৮ সালে তিনি বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন এবং  তাঁর মৃত্যুর দিন পর্যন্ত একটানা ওই পদে আসিন থাকেন ৷ তাঁর জনপ্রিয়তার জন্য কোনদিন সভাপতির পদে কেউ চেষ্টা করেননি ৷

তিনি ১৯৭৯ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী এ কে ফায়জুল হকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন ৷ তিনি বাইশারী সৈয়দ বজলুল হক ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন ৷ তিনি শিকারপুর শেরে বাংলা ডিগ্রি কলেজেরও অধ্যক্ষ ছিলেন ৷

তিনি ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর মৃত্যু বরণ করেন ৷ মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী , একমাত্র কন্যা , একমাত্র ভাই ও দুই বোন রেখে যান ৷ তাঁর একবোন তা‌ঁর মৃত্যুর পূর্বেই মারা যান ৷ তা্ঁরই প্রচেষ্টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব চাখারে এসেছিলেন ১৯৭০ সালে ৷ বঙ্গবন্ধু তাঁকে জাকরা বলে ডাকতেন ৷ তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন প্রায় ১১বছর পর্যন্ত ৷ তা্ঁর মৃত্যুর পর প্রথম জানাযা হয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ৷ সেখানে তোফায়েল আহমেদ ও সৈয়দ শহিদুল হক জামাল সহ আওয়ামী লীগ ,বিএনপি, জাতীয় পার্টির অনেক নেতা- কর্মী উপস্থিত ছিলেন ৷

বানারীপাড়ায় তাঁর আরও ৪টি জানাযা অনুষ্ঠিত হয় ৷ সেখানে সর্বস্তরের হাজার হাজার মানুষ উপস্থিত হন ৷অতপর তাঁর মায়ের পাশে নিজ বাড়ীতে চির নিদ্রায় শায়িত হন ৷

স্বদেশপ্রতিদিন/ইমরান

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝