১৮ সেপ্টেম্বর অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম জাকির ১১তম মৃত্যুবার্ষিকী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ২:২৮ পিএম
১৮ সেপ্টেম্বর অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম জাকির ১১তম মৃত্যুবার্ষিকী
অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম জাকির তিনি ১৯৬১ সালে চাখার ফজলুল হক ইনসটিটিউশন থেকে মেট্রিক পাশ করেন ৷ চাখার কলেজ থেকে আই এ পাশ করে ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইতিহাস বিভাগে অনার্সে ভর্তি হন ৷ সেখান থেকে ১৯৬৬ ও ১৯৬৭ সালে যথাক্রমে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন ৷ ১৯৬৭ সালে চাখার ফজলুল হক কলেজে শিক্ষক হিসাবে যোগদান করন ৷১৯৫৮ সালে স্কুলে পড়ার সময় ছাত্রলীগে যোগ দেন ৷ অনার্স পড়াকালীন ইকবাল হল ছাত্র সংসদে ছাত্রলীগ থেকে বর্ষীয়ান নেতা তোফায়েল এর সাথে নির্বাচন করেন ৷ তিনি ১৯৬৫ সালে ইতিহাস বিভাগের সেমিনার সেক্রেটারি নির্বাচিত হন ৷ ১৯৬৭ সালে ইতিহাস বিভাগে ছাত্রলীগের মনোনীত প্রর্থী হিসাবে ভিপি পদে নির্বাচন করেন ৷ চাখার কলেজে যোগদানের পর থেকে অত্র এলাকায় ছাত্রলীগের জনপ্রিয়তা বাড়তে থাকে ৷
১৯৬৭ সালে কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ জি এসসহ মোট ৭টি আসনে জয়লাভ করেন জাকির ৷ ১৯৬৮ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয়লাভ করে ৷ তাঁরই প্রচেষ্টায় বরিশালের বানারীপাড়া , উজিরপুর , স্বরূপকাঠী সহ প্রায় সকল এলাকায় ছাত্রলীগ ও আওয়ামী লীগ জনপ্রিয়তা লাভ করে ৷
১৯৬৮ সালে তিনি বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন এবং তাঁর মৃত্যুর দিন পর্যন্ত একটানা ওই পদে আসিন থাকেন ৷ তাঁর জনপ্রিয়তার জন্য কোনদিন সভাপতির পদে কেউ চেষ্টা করেননি ৷
তিনি ১৯৭৯ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী এ কে ফায়জুল হকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন ৷ তিনি বাইশারী সৈয়দ বজলুল হক ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন ৷ তিনি শিকারপুর শেরে বাংলা ডিগ্রি কলেজেরও অধ্যক্ষ ছিলেন ৷
তিনি ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর মৃত্যু বরণ করেন ৷ মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী , একমাত্র কন্যা , একমাত্র ভাই ও দুই বোন রেখে যান ৷ তাঁর একবোন তাঁর মৃত্যুর পূর্বেই মারা যান ৷ তা্ঁরই প্রচেষ্টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব চাখারে এসেছিলেন ১৯৭০ সালে ৷ বঙ্গবন্ধু তাঁকে জাকরা বলে ডাকতেন ৷ তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন প্রায় ১১বছর পর্যন্ত ৷ তা্ঁর মৃত্যুর পর প্রথম জানাযা হয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ৷ সেখানে তোফায়েল আহমেদ ও সৈয়দ শহিদুল হক জামাল সহ আওয়ামী লীগ ,বিএনপি, জাতীয় পার্টির অনেক নেতা- কর্মী উপস্থিত ছিলেন ৷
বানারীপাড়ায় তাঁর আরও ৪টি জানাযা অনুষ্ঠিত হয় ৷ সেখানে সর্বস্তরের হাজার হাজার মানুষ উপস্থিত হন ৷অতপর তাঁর মায়ের পাশে নিজ বাড়ীতে চির নিদ্রায় শায়িত হন ৷
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স, মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com